শিশুরা একদিন বড় হবে চোখে ছিলো বড় স্বপ্ন
অজানা এক ঝড় এসে করে দিয়ে গেল বিপন্ন।
বাবা মায়ের আশা আকাক্ষা হৃদয় হলো শুন্য,
এ স্বপ্ন পূরন হবার নয়, কে আসবে এগিয়ে তাদের জন্য।
জীবন বাঁচার আকুতিতে দগ্ধ শিশু কাতরাচ্ছে আফরীন
নিজের জীবন বাঁচার আগে ভাবেনি শিক্ষিকা মেহেরীন।
কত শত দ্গ্ধ শিশু গেছে পরোলোক গমনে
তাদের কথা ভুলবো কি করে ইতিহাস হয়ে রবে স্বরণে।
একটি স্কুল নাম তার মাইলস্টোন
সুনাম অর্জনের কমতি করলো না শিক্ষকগন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০