আমি আমি কাঁদি একা বসে নিরালায়
কবে যাবো আমার নবীর রওজা মদিনায়।
যে মাটিতে শুয়ে আছেন নবিদের সরদার
তাঁর দিদার চাই যে আমি স্বপ্নে একবার।
যদি আমি পাখি হয়ে উড়তে পারতাম
হয়তো মদিনার রওজা দেখে আসতাম।
জমজমের পানি খেয়ে মনটা জুড়াতাম
হাজরে আসওয়াদে গিয়ে চুমু খেতাম।
মহান প্রভুর কাছে আমি কাঁদি বারেবার
জান্নাতের পথে যেন পাই তাঁহার দিদার।
পুলসিরাতের কঠিন দিনে দিয়ো গো বাঁচার উপায়
তোমার শাফায়াত ছাড়া গতি যে আমার নাই।