ওগো মোহময়ী চাঁদ,
পেতে জোছনার ফাঁদ,
কেন করো আমাকে এ জ্বালাতন,
তোমায় দেখবে বলে,
নিশীতে জানালা খুলে,
অপলক চেয়ে থাকে দু’নয়ন।
তুমি কত সুন্দর,
জোছনার বন্দর,
তোমার মধ্যে আছে ছড়ানো,
ভরাপূর্ণিমা রাতে,
কবি -শিল্পীর সাথে,
তোমার কথাই থাকে জড়ানো।
স্বপ্নের পাখা মেলে,
মায়াবীজোছনা ঢেলে,
পেতে রাখো ধরণীতে মায়াভরা ফাঁদ,
সুদূর আকাশে থেকে,
হাতছানি দিয়ে ডেকে,
কেন আমায় উন্মাদ করো ওগো চাঁদ???