ওগো মোহময়ী চাঁদ,
পেতে জোছনার ফাঁদ,
কেন করো আমাকে এ জ্বালাতন,
তোমায় দেখবে বলে,
নিশীতে জানালা খুলে,
অপলক চেয়ে থাকে দু'নয়ন।
তুমি কত সুন্দর,
জোছনার বন্দর,
তোমার মধ্যে আছে ছড়ানো,
ভরাপূর্ণিমা রাতে,
কবি -শিল্পীর সাথে,
তোমার কথাই থাকে জড়ানো।
স্বপ্নের পাখা মেলে,
মায়াবীজোছনা ঢেলে,
পেতে রাখো ধরণীতে মায়াভরা ফাঁদ,
সুদূর আকাশে থেকে,
হাতছানি দিয়ে ডেকে,
কেন আমায় উন্মাদ করো ওগো চাঁদ???
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০