স্টাফ রিপোর্টার: কাকুরা, করিমপুর, নবীগঞ্জ হবিগঞ্জের কৃতি সন্তান মরহুম মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৬জুলাই ২০২৫ ইং) সকাল ১০টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে, দৈনিক সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক, সুসাহিত্যিক, কবি ও বহুগ্রন্থ প্রনেতা আলহাজ্ব মাওলানা শায়খ তাজুল ইসলাম এবং সময়ের ধ্বনি পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল হালিম কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন গুণীজনদের কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের অন্তভূক্ত জামে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা শাহজাহান আলী, বিশেষ অতিথি ছিলেন সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক শায়খ তাজুল ইসলাম, সময়ের ধ্বনি পত্রিকার উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম। এছাড়াও ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, মরহুম মাওলানা মনোহর আলী ছিলেন একজন আলেমেদ্বীন, শিক্ষানুরাগী, ও সমাজ সচেতন ব্যক্তিত্ব। শিক্ষা ও সমাজ সেবায় কার্যকর ভূমিকা পালন করা উনার জীবনের অন্যতম লক্ষ্য ছিল। উনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাদের পারিবারিক অর্থায়নে এই ফাউন্ডেশনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।