আল্লাহ ছাড়া এই ধরাতে
নেই যে আপন কেউ,
সইতে যেন পারি প্রভু
নীল সাগরের ঢেউ।
বিপদ এলে সটকে পড়ে
কাছের বন্ধু স্বজন,
দাঁড়িপাল্লা ছাড়া তাদের
করতে পারি ওজন।
জীবন যুদ্ধে চলতে গেলে
আসবে বাধা ভয়,
হাসিমুখে এসব সবাই
করি যেন জয়।
থাকবে নাকো বিপদ আপদ
সারা জনম ভর,
দিও প্রভু ঐ জান্নাতে
তোমার পাশে ঘর।
তীরে পৌঁছার শক্তি দিও
দিও মনোবল,
দৃঢ় সাহস বুকে নিয়ে
চলরে সবাই চল।
ফুরিওকামিল্লো, রোম,ইটালি।