আল্লাহ ছাড়া এই ধরাতে
নেই যে আপন কেউ,
সইতে যেন পারি প্রভু
নীল সাগরের ঢেউ।
বিপদ এলে সটকে পড়ে
কাছের বন্ধু স্বজন,
দাঁড়িপাল্লা ছাড়া তাদের
করতে পারি ওজন।
জীবন যুদ্ধে চলতে গেলে
আসবে বাধা ভয়,
হাসিমুখে এসব সবাই
করি যেন জয়।
থাকবে নাকো বিপদ আপদ
সারা জনম ভর,
দিও প্রভু ঐ জান্নাতে
তোমার পাশে ঘর।
তীরে পৌঁছার শক্তি দিও
দিও মনোবল,
দৃঢ় সাহস বুকে নিয়ে
চলরে সবাই চল।
ফুরিওকামিল্লো, রোম,ইটালি।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০