আবদুর রউফ আশরাফ॥
বানিয়াচংয়ে মায়ের চল্লিশ দিনের শিরনীর অনুষ্ঠানের জন্য জমি বিক্রির ৭ লাখ টাকা নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে। বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া
গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী ৬ জুলাই রোববার মারা যান। চল্লিশ দিনের শিরনীর আয়োজন বড় পরিসরে করতে আব্দুল জলিলের ছেলে জিয়াউর রহমান (৪০) তার চাচা আব্দুল রুপের কাছে পারিবারিক ২কের জমি ৭ লাখ টাকায় বিক্রি করেন।
টাকা বুঝে নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের ডাক্তার ফরিদের ছেলে লোকমান মিয়া, সালমান মিয়া,
খালেদ মিয়া এবং কদর আলীর ছেলে জাকারিয়া তার উপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা জিয়াউর রহমানকে বেধড়ক
মারধর করে তার হাতে থাকা টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাকে রক্ষা করতে গিয়ে আশ্বব আলী নামে আরেক ব্যক্তি আহত হন।
স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।