বৃষ্টি এলো ঠিক সকালে
সূয্যি যবে উঠে,
টিনের চালে ঝুমুর ঝুমুর
যাচ্ছে বুঝি ফেটে?
ঘুম ভাঙলো খোকা-খুকির
বৃষ্টির শব্দ শুনে,
কেউ বানালো নৌকা ভেলা
কাগজ দিয়ে বুনে।
এসব তারা খেলছে দেখি
পানিতে যে ছেড়ে,
স্রোতের টানে যাচ্ছে ভেসে
হেলে দুলে নেড়ে।
মজা পাচ্ছে দাদা-দাদী
নাতি পুতি ভবে,
আনন্দ থাক এমন করে
খোকা খুকি সবে।
কমলগঞ্জ, মৌলভীবাজার।