বৃষ্টি এলো ঠিক সকালে
সূয্যি যবে উঠে,
টিনের চালে ঝুমুর ঝুমুর
যাচ্ছে বুঝি ফেটে?
ঘুম ভাঙলো খোকা-খুকির
বৃষ্টির শব্দ শুনে,
কেউ বানালো নৌকা ভেলা
কাগজ দিয়ে বুনে।
এসব তারা খেলছে দেখি
পানিতে যে ছেড়ে,
স্রোতের টানে যাচ্ছে ভেসে
হেলে দুলে নেড়ে।
মজা পাচ্ছে দাদা-দাদী
নাতি পুতি ভবে,
আনন্দ থাক এমন করে
খোকা খুকি সবে।
কমলগঞ্জ, মৌলভীবাজার।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০