আযানের ধ্বনি কি মধুর বাজে উষা কালে,
জেগে যায় মানব -প্রাণীকুল প্রভাতকালে।
মিনারে দাঁড়িয়ে আজান দেয় মোয়াজ্জিনে ,
সে কি সুর বাজে মর্মে মর্মে কি মধুর প্রাণে।
সাড়া নেই শব্দ নেই নীরব নিথর অবনী,
বিমোহিত মানুষ মিনারে আজানের ধ্বনি।
মসজিদের পানে যায় ছুটে কি যে আকর্ষণ,
“আল্লাহু আকবর”ধ্বনিতে বিগলিত প্রাণ।
সাড়া জাগে বসুন্ধরায় আশা জাগে হৃদয়ে,
হৃদয়ের টানে মনে প্রাণে মুগ্ধ হয় হিয়ে।
কিযে মধুর সুর ধ্বনিত হয় বারে বারে ,
নিঝুম ধরা জেগে উঠে ক্ষণে ক্ষণে বারে বারে।
মুমিনের ভক্তির তুফানে শৃঙ্গসম ঢেউ ,
শর্বরী পোহাইল ভেসে আসে শোন কি কেউ।
ধন্য ধন্য এ ধরণী চতুর্দিকে আযানের মর্ম বাণী,
প্রকৃতির অমোঘ নিয়ম মুহুর্মুহু আজানের ধ্বনি।
কে সৃজিল এ ধরা ? তারই স্মরি নিশিদিশি,
মিনারে মিনারে সদা তাঁর জপ দিবাযামি।
খুলনা, বাংলাদেশ।