আযানের ধ্বনি কি মধুর বাজে উষা কালে,
জেগে যায় মানব -প্রাণীকুল প্রভাতকালে।
মিনারে দাঁড়িয়ে আজান দেয় মোয়াজ্জিনে ,
সে কি সুর বাজে মর্মে মর্মে কি মধুর প্রাণে।
সাড়া নেই শব্দ নেই নীরব নিথর অবনী,
বিমোহিত মানুষ মিনারে আজানের ধ্বনি।
মসজিদের পানে যায় ছুটে কি যে আকর্ষণ,
"আল্লাহু আকবর"ধ্বনিতে বিগলিত প্রাণ।
সাড়া জাগে বসুন্ধরায় আশা জাগে হৃদয়ে,
হৃদয়ের টানে মনে প্রাণে মুগ্ধ হয় হিয়ে।
কিযে মধুর সুর ধ্বনিত হয় বারে বারে ,
নিঝুম ধরা জেগে উঠে ক্ষণে ক্ষণে বারে বারে।
মুমিনের ভক্তির তুফানে শৃঙ্গসম ঢেউ ,
শর্বরী পোহাইল ভেসে আসে শোন কি কেউ।
ধন্য ধন্য এ ধরণী চতুর্দিকে আযানের মর্ম বাণী,
প্রকৃতির অমোঘ নিয়ম মুহুর্মুহু আজানের ধ্বনি।
কে সৃজিল এ ধরা ? তারই স্মরি নিশিদিশি,
মিনারে মিনারে সদা তাঁর জপ দিবাযামি।
খুলনা, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০