উড়ে এসে জুড়ে বসা ৭৭ বছরের একটি দেশ ইসরাইল পৃথিবীর একটি প্রাচীনতম দেশ দখল করে ধ্বংস করে চলেছে। আরেকটি প্রাচীন সভ্য দেশ ধ্বংসের কাজ শুরু করেছে। পিছন থেকে যোগান দিচ্ছে মাত্র চারশ’ বছরের দেশ আমেরিকা। ইসরাইলকে বসানো হয়েছে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার জন্য। এক শত বর্ষ পূর্বে পাশ্চাত্যের এ গোপন পরিকল্পনাকালে মধ্যপ্রাচ্যরে বিজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছিলেন।
পশ্চিমারা প্রাচীন সামান্যতম একটি জিনিস খুঁজে পেলে মিউজিয়ামে সাজিয়ে রেখে নিজেদের উজ্জল অতীত নিয়ে গর্ব করে। কিন্তু যাদের সত্যিকারের উজ্জল অতীত আছে, সেগুলো ধ্বংস করতে একটুও দ্বিধাবোধ করে না। একটা জাতিকে ধ্বংস করে তারা আনন্দ উপভোগ করে। পৃথিবীর এসব হিংসাত্মক কাজ শান্তি প্রিয় মানুষকে অশান্ত করে তুলেছে। জিনিসপত্রের দাম আকাশচুম্বী হতে চলেছে। যুদ্ধের প্রতিক্রিয়া পুরো পৃথিবীতে প্রতিফলিত হয়। ইউরোপেরই একটি দেশ তার নাগরিকদের কিছু খাদ্য ও পানীয় ঘরে সংগ্রহ করে রাখার জন্য উপদেশ দিয়েছে। তারা না হয় সংগ্রহ করে রাখল, তবে যুদ্ধ বিধ্বস্ত দেশবাসীর জন্য তো তা সহজ নয়।
পৃথিবীর শক্তিশালী দেশগুলোর হিংসাত্মক কাজে পৃথিবী আজ উদ্ভিগ্ন। এমনিতে মানুষের জীবন হাজারো সমস্যায় পূর্ণ।
হে পৃথিবীর মালিক, তুমি সহায় হও। জালিমদের ধ্বংস কর ও নিপীড়িত নির্যাতীতদের সহায় হও। আমিন।
লেখিকা : আন্তর্জাতিক গবেষক ও সু-সাহিত্যিক।