ঈদ মানে খুশি,
আমরা হব সুখী।
করবো সবে কোরবানি,
মেনে ধর্মীয় রীতি।
হবু মোরা ত্যাগী,
বিধান দিয়েছেন বিধি
কল্যাণকর হোক নীতি,
ভবে যতদিন বাঁচি।
এসো মুমিন তুমি,
সাম্যের জীবন গড়ি।
হিংসা-বিদ্বেষ ভুলি,
শান্তি করি বিলি।
ঈদ মানে হাসি,
থাকবেনা কোন দুঃখী।
ত্যাগের মহিমা মানি,
গড়ব জীবনখানি।