ঈদ মানে খুশি,
আমরা হব সুখী।
করবো সবে কোরবানি,
মেনে ধর্মীয় রীতি।
হবু মোরা ত্যাগী,
বিধান দিয়েছেন বিধি
কল্যাণকর হোক নীতি,
ভবে যতদিন বাঁচি।
এসো মুমিন তুমি,
সাম্যের জীবন গড়ি।
হিংসা-বিদ্বেষ ভুলি,
শান্তি করি বিলি।
ঈদ মানে হাসি,
থাকবেনা কোন দুঃখী।
ত্যাগের মহিমা মানি,
গড়ব জীবনখানি।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০