রবিউল আওয়াল মাসে এলো
নূরের অমূল্য খনী,
আলো ছড়িয়ে তিনি হলেন
মুমিন চোখের মনী।
সৃষ্টি জগত মহা খুশি
মোস্তফা এলো ধরায়,
একে একে সবাই তাকে
দেখে প্রান জুরায়।
তার পরশে আঁধার কেটে
আসলো ধরায় আলো।
মানবতার পতাকা উড়লো
মুছে মিথ্যা কালো
হেকমত দিয়ে সাজালেন সমাজ
সত্যের আলো জ্বেলে।
শিক্ষিত জাতি গড়লেন তিনি
আঁধার দুরে ঠেলে
পৃথিবীতে শান্তির চাঁদ
উঠলো নতুন করে,
অশান্তি সব মুছে গেলো
তাঁহার হাতের তরে।
ভালোবাসি রাসুল তুমায়
নাওনা বুকে আমায়
রবিউল আওয়াল এলো আবার
হাজার সালাম তুমায়।