শতকোটি স্বপ্ন নিয়ে
বিদেশ দেয় পাড়ি ,
বাবা মা পরিজন
আপন জনকে ছাড়ি।
মন ভরা স্বপ্ন এঁকে
উচ্ছাস থাকে শত ,
দালাল চক্রের হাতে পড়ে
স্বপ্ন ভাঙে তত।
ফিরতে পারেনা আপন ভুমে
কেমনে মুখ দেখাবে ,
জায়গা জমি বিক্রি করে
পাড়ি দিয়েছে বিদেশে।
কামলা খেটে রক্ত চুষে
মাথার ঘাম পায়ে,
যেভাবেই হোক রোজগার পাতি
করতে হবে তাকে।
বাবার দেনা মায়ের আশা
পুরণ যদি না-হয় ,
কেমন করে ফিরবে ঘরে
মনে হাজার সংশয়।
এমন করেই সোনার দেশের
মেধা হয়যে পাচার ,
তাইতো এদেশ পায়না দশের
সম্মান তর আচার।
খালিশপুর, খুলনা।