টোপর মাথায় বর আসছে সাজিয়ে উঠছে ঘর,
বিল্লি মাসির বিয়ে হবে আজ সন্ধ্যার পর।
দেশ বিদেশের সকল বিড়াল আসবে সময় মত,
বনের বিড়াল তারাও আসবে নাচবে গাইবে কত।
বেঙ্গল বিল্লি প্রেম করেছে বৃটিশ বিল্লির সনে,
রাজবাড়ীর সকল মানুষ জানে মনে মনে।
ইচ্ছে ছিল বিয়ে দেবেন বিলেতি বিল্লির সাথে,
‘প্রেম মানে না কোন বাধা’ হার মানলেন তাতে।
রাজবাড়ীর ঐ বেঙ্গল বিল্লি সাজছে রাণীর সাজে,
খোকা খুকি রঙ লাগাচ্ছে ব্যস্ত সবাই কাজে।
শেয়াল বানর হায়েনারা সব আসছে সারি সারি,
ঢোলক মাথায় সিংহ আসছে লাগছে ভীষণ ভারী।
তবলা হাতে শিম্পাঞ্জি আসছে তিড়িং বিড়িং করে,
জিরাফ আসছে লম্বা পায়ে হরিণের হাত ধরে।
লম্বা একটা বাঁশের বাঁশি কাঠবিড়ালীর হাতে,
গানের আসর জমবে খুবই সন্দেহ নেই তাতে।
বৃটিশ বিড়াল গাধার পিঠে আসছে বরের সাজে,
বাঘ মামা, ঐ কনের মাসি নাচছে মাঝে মাঝে।
উল্লুক ভল্লুক আসছে ধীরে বরের সাথে সাথে,
এসব দেখেই খোকা খুকি মন আনন্দে মাতে।