দূর প্রবাসে থাকে যারা
রেমিট্যান্স যুদ্ধা।
নয়তো তারা মূর্খ নাদান
তারা জ্ঞানী বুদ্ধা।
দেশের ভালো চায় যে তারা
করে তারা পুণ্য।
পরের উপর ভর করে না
হাত রাখে না শুন্য।
পরিবারের জন্য তারা
নিবেদিত থাকছে।
পরিজনের কল্যানে খুব
আল্লাহকে ডাকছে।
কিন্তু তারা পায় কখনো
ভীষণ রকম দুঃখ
পরিজনের বঞ্চনাই
এর পেছনে মূখ্য।