পাহাড়ি এক রমণী সে
শাহবাজপুর বাড়ি,
যেতে লাগে জীপ, মাইক্রো,
কিংবা মোটরগাড়ি।
ছায়মা বেগম নাম কন্যার
লজ্জাবতী লতা,
হামিদ নানা বলেন সেদিন
তার বিবাহের কথা।
বর এক হাফেজ-মাওলানা
সে আমার ছোট ভাই,
তার জন্য পর্দাশীলা
একটি বধূ চাই।
তাই না দেখে নানা বলেন
সাদির জন্য আজ,
করবো আমি তেমনই এক
অতি মহৎ কাজ।
পড়িয়ে দিলেন সাদির সাথে
ছায়মা বানুর বিয়ে,
সবাই গিয়ে এলাম বাসায়
নতুন বধূ নিয়ে।
ছায়মা বেগম লাজুক বালা
হৃদয় ভরা মৌ,
আজকে থেকে সে আমাদের
মোল্লা বাড়ির বৌ।