ঢাকা উত্তরার আকাশে তে
পুড়া গন্ধ আসে,
চারদিকে পুড়া মানুষ
চোখে শুধু ভাসে।
এফ সেভেনের যুদ্ধ বিমান
মাইলস্টোনে এসে,
ত্রুটিযুক্ত কারণে তাই
পড়ে তখন ধ্বসে।
ঊনিশ জনের প্রাণটা গেলো
পত্রিকাতে দেখি,
কেমন করে করুণ চিত্র
কাব্যের মাঝে লেখি।
বাচ্চাগুলো কাঁদে সবে
কাঁদে আপনজন,
কেমন করে সইবে বলো
দেহে পুড়া দহন।
জলসুখা, আজমিরীগঞ্জ।