কি মর্মান্তিক দৃশ্য বাবা!
ঢাকার বাতাসে স্বজনের কান্না।
উত্তরার সেই বিমান দূর্ঘটনা,
রক্তে ভিজেছে শহরের ছায়া!
একটি বিমান,অনেক প্রাণ!
অকালে হল বলি দান।
বিদ্যালয়ে আসা শিক্ষার্থী গুলি,
অকাতরে হল প্রাণের ইতি।
বেকার চালকের সব প্রচেষ্টা,
মাটিতে লুটালো সব প্রাণভোমরা।
স্কুল ব্যাগ রইল পড়ে,
জুতা জোড়া শব্দহীন দাঁড়িয়ে।
আকাশ ভারী মায়ের কান্নায়,
পিতা ভাসেন কষ্টের বন্যায়।
বার্ণ ইউনিটে কান্নার রোল,
বেঁচে উঠার আকুতি প্রবল।
যন্ত্রণায় কাতর হয়ে সবে,
কেউ ফিরছে লাশ হয়ে।
উত্তরার এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা!
কাম্য নয়,প্রয়োজন সচেতনতা।
যশোর, বাংলাদেশ।