চাঁদার জন্য মানুষ মেরে
করে আবার নৃত্য,
এটা কেমন বাংলাদেশের
নিদারুণ এক চিত্র।
দিবালোকে পাথর দিয়ে
বুকে মারে জুড়ে,
সাহস কত নরপিশাচে
দিবালোকে ঘুরে।
ক্যামেরাতে ছবি ভিডিও
আমজনতায় তুলে,
প্রতিবাদের কণ্ঠ তারা
গেছে কেনো ভুলে।
জুলাই মাসের রক্তের বন্যায়
শান্তি এলো দেশে,
আবার অস্ত্র ধরতে হবে
বীরপুরুষের বেশে।
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ, জলসুখা।