গম, কাউন আর মটরশুঁটির
দিন এসেছে ফিরে।
নদীর চরে ফসল দেখে
চলছে কৃষক ধীরে।
নদীর পাড়ের ঠাণ্ডা বাতাস
কৃষকের গায় লাগে।
কৃষক বাবার মনের মাঝে
হাজার স্মৃতি জাগে।
গতবছর বিক্রি করা
গম কাউনের টাকায়।
ছেলেটাকে দিয়েছিল
পড়তে শহর ঢাকায়।
চব্বিশেরই বিপ্লবে সে
হয়ে গেলো লাশ।
কৃষক বাবার তাই বেড়েছে
ব্যথার দীর্ঘশ্বাস।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।