ঝোড়ো হাওয়ায় আঁকড়ে রাখে
মনের সকল চাওয়া,
হাওয়ায় তালে তাল মিলিয়ে
হবে সকল পাওয়া।
ইচ্ছে করে উড়ে যেতে
জোনাক বাতির সঙ্গে,
তাধিন তাধিন নুপুর বাজে
দুষ্টু হাওয়ায় রঙে।
দল বাঁধা ঐ হাওয়ায় সাথে
জোট বেঁধেছে বৃষ্টি,
গাছের পাতায় সুর উঠেছে
নতুন গানের সৃষ্টি।
আঁধার বনে খুশির ঝলক
উৎসবে আজ মেতে,
হিজল তমাল বন্ধু হলো
বকুল মালা গেঁথে।
ঝোড়ো হাওয়া আপন মনে
দিগন্ত দেয় পাড়ি,
অমানিশার রাত্রি গুলো
আমার হৃদয় কাঁড়ি।
গৌরীপুর, ময়মনসিংহ।