শান্তির লোরিয়েট
এই তার নমুনা,
চুপচাপ দেখে যাবো
আমি কিছু কমুনা।
চাঁদা চায় দিয়ে দিস্
একদম নীরবে,
কথা যদি কোস্ ফের
মেরে দেবো জীবনে।
সারাদেশ আমাদের
ইজারায় চলছে,
না বুঝেই খামোকা
তর্কটা করছে।
আমরাই ফ্যাসিবাদ
বিতাড়ন করেছি,
দেশটাকে আমাদের
গনিমত পেয়েছি।
কথা কম কাজ বেশি
চটপট মাল ছাড়্,
খাবি খার এই দেশে
চাঁদা দিয়ে আগে বাড়্।
নইলে কি পরিণাম
দেখছোছ্ প্রতিদিন?
এভাবেই ভবপার
করে দেবো একদিন।
যমুনায় ছাতা ধরে
আছে বাবা শান্তি,
অকারনে কেন্ তুই
আনছো অশান্তি?
বেশি যদি বাড়াবাড়ি
করছোতো পাক্কা,
কপালেই লিখে দেবো
ফ্যাসিবাদ আখ্যা।
ফুলতলা, খুলনা।