দেশ বিদেশে ঘুরলাম যত
নেই তুলনা ভবে,
মায়ের মত এতো আপন
পাবো কোথায় কবে?
যে মায়েরই উদর হতে
দুনিয়ায় মুখ দেখা,
তারই হাতে পৃথিবীতে
ভালো মন্দ শেখা।
আদর স্নেহ দিয়ে সন্তান
পরম যত্নে রাখে,
সন্তানের সুখ সারাজীবন
হৃদয়েতে থাকে।
ভাবের ঘরে একটি আশা
হয়’রে সন্তান সুখী,
মা জননী সন্তানের সব
নিয়ে থাকে ঝুঁকি।
সবাই যদি ভুলেও যায়
মা ভুলেনা তবু,
এমন বান্ধব জগৎ মাঝে
আর কী পাবো কভু।
রাঙ্গুনিয়া চট্টগ্রাম বাংলাদেশ।