মায়াবী পর্দা ওঠে দুলে
সোনালী কাবিন লেখা হাত,
তোমার ছন্দ বাজে কানে
কবিতায় চিনিয়েছো জাত।
কালের কলস ভরে আনি
বাংলার রূপ ভান্ডার,
সমৃদ্ধ করেছো আমাদের
খুলে দিয়ে নতুন এক দ্বার।
নিদ্রিত জাতির চোখে দেখি
নোলক হারানো বেদনায়,
বাংলার মাঠ ঘাট বন
সাজিয়েছো বড় মমতায়।
চাঁদের তুলনা দিলে ডাবে
বিষ্ময়ে চেয়ে দেখি ফের,
তুমি যে কবির চেনা রূপ
জল কাদা মাখা আষাঢ়ের।
তোমার লেখনী ঝরে পড়ে
প্রকৃতির মতো সাবলীল,
যুগের হুজুগ কেটে যাক
এই লেখা র’বে অমলিন।
তোমার জন্মদিন আজ
সাহস হয়না কিছু লিখি,
শ্রদ্ধায় আনত এই শীর
কতকিছু তোমাতেই শিখি।
জান্নাতে তোমার সাথে কবি
একবার যেন দেখা হয়,
মায়ের গহনাগুলো হাতে
মোলাকাত হবে দু’জনায়।