বর্ষ ঘুরে মরুর বুকে
আসলো আবার মহররম,
কারবালাকে স্মরণ করে
কাঁদছে আবার মুসলমান।
হায় হোসাইন মাতম তুলি
মর্সিয়া গীত গাইছে আবার,
সিনায় বাজে করুণ রাগে
সজন হারা কারবালার।
জান্নাতের ওই আগল ধরে
কাঁদছে আম্মা ফাতেমায়,
কোলজে ছেঁড়া মর্ম ব্যথায়
পুত্রহারা যন্ত্রণায়।
কারবালা নয় যুদ্ধ শুধু
নয় খেলাফত প্রতিষ্ঠা,
সত্য এবং ন্যায়ের তরে
সর্বব্যপি প্রচেষ্টা।
জালিম এজিদ আগেও ছিলো
বর্তমানেও বিরাজমান,
লক্ষ হোসেন হচ্ছে শহীদ
কারবালারূপ প্যালেস্টান।
আর নহে শোক, শক্তি চাহি
জাগরে আবার মুসলমান,
জালিমশাহীর তখ্ত কাঁপুক
সত্যটা কর অধিষ্ঠান।
হোসেন থাকুন বক্ষ মাঝে
চোক্ষে জ্বলুক নূরের বান,
মহররমের শিক্ষা নিয়ে
এগিয়ে যাবে মুসলমান।