মহররমের দশ তারিখ
আশুরা হয় নাম,
কারবালাতে আশুরা হয়
এ নিছক বদনাম।
এই দিনেতে ভুবন সৃষ্টি
অগণন নিয়ামত,
ইতিহাসে ভাঙ্গা গড়া
কায়েম হবে কিয়ামত।
ইহুদীগণ রোজা রাখে
ফযিলতে এই দিনে,
মুসলমানগণ বিপরীতে
পালন করে দু ‘দিনে।
সব ইতিহাস ভুলে গিয়ে
হুসেইন নামে হও ফানা,
জারি মাতম শরীয়তে
একেবারেই কয় মানা।
ইয়াজিদ যেমন ঘৃণা করি
ঘৃণা করি তাজিয়া,
কি লাভ হবে রক্ত ঝড়াই
বুক ভাসাই কাঁদিয়া।
মিথ্যার সাথে সন্ধি নয়
নয় কভূ প্রাণ ভিক্ষা,
লড়াই করে শহীদ হওয়া
কারবালার’ই শিক্ষা।
পুর্তুগাল প্রবাসী।