মহররম মাসটি-এলো যে
মুসলিম জাহানে ,
কারবালার যুদ্ধ-স্মৃতি
জাগাতে স্মরণে।
এই মাসের দশ তারিখে
কারবালার প্রান্তরে ,
যুদ্ধে হুসাইন শহীদ হলো
সত্য প্রতিষ্ঠার তরে।
ইসলামের সত্য প্রতিষ্ঠায়
হুসাইনের শহীদিমরণ ,
তাঁকে দিয়েছে-চির অমরত্বে
প্রতি বছর শুভস্মরণ।
তাঁকে সবাই-স্মরণে রাখি
এই মাসটি এলে তাই,
তাঁর তরেতে দোয়া যে করি
ভবের মুসলিম সবাই।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।