বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

শায়খ তাজুল ইসলাম সাহেবের এর জীবনীগ্রন্থে ছড়া কবিতা দেয়ার আহবান

  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭.৪০ এএম
  • ৮৩ বার পঠিত

লেখা আহবান:

প্রিয় লেখক/লেখিকাবৃন্দ
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু।

আপনাদের প্রিয় ” সময়ের ধ্বনি” পত্রিকার সাহিত্য বিভাগের এবারের ছড়া কবিতা লিখার বিষয় হল: “শায়খ তাজুল ইসলাম এর জীবন ও কর্ম এই বিষয়ের উপর আপনারা ছড়া কবিতা লিখে আমাদের গ্রুপে অথবা ইনবক্সে পাঠিয়ে দেন।

সুখবর হল: আপনাদের প্রিয় সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক বহু গ্রন্থ প্রণেতা “শায়খ তাজুল ইসলাম এর জীবন ও কর্ম” এর উপর অচিরেই একটি বই প্রকাশ হবে, ইনশাআল্লাহ।

সেই বইয়ে শায়খ তাজুল ইসলাম এর জীবন ও কর্মের উপর লেখা কবিতাগুলো স্থান পাবে।

তাই, আর দেরী না করে শায়খ তাজুল ইসলাম এর জীবন ও কর্মের উপর ছড়া কবিতা লিখে জমা দেন ইনবক্সে, গ্রুপে অথবা কমেন্টে।

লিখার সুবিধর্থে শায়খ তাজুল ইসলাম সাহেবের কিছু গুণাবলী দিয়ে দিলাম।

★ নাম: শায়খ তাজুল ইসলাম, পিতা: ইমাম উদ্দিন (রহ) ★ বরেণ্য কবি ★ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ★ প্রায় শতাধিক পুরস্কারপ্রাপ্ত ★ জাতীয় পর্যায়ের প্রবীণ সাংবাদিক★ বিশ্বপর্যটক ★ কয়েক হাজার কবিতার লেখক ★ সৎ সাংবাদিকতার প্রতীক ★ স্পষ্টবাদী ★ সচেতন খোদাভীরু ★ তার লেখায় দেশ ও জাতির কথা ফুটে উঠে ★ অর্ধশত গ্রন্থ লিখেছেন ★ ৪০ বারেরও অধিক ওমরা হজ্জ করেছেন ★সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামে তার জন্ম ★ তাঁর বয়স ৮০ + ★তিনি কবি, সাংবাদিক, সুসাহিত্যিক, সুনামধন্য লেখক ★বিভিন্ন দেশ ভ্রমণকারী ★ দেশ বিদেশে এবং জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার ও এওয়ার্ড প্রাপ্ত।

প্রত্যক লেখক তাঁর কবিতা এবং ছড়ার সাথে সংক্ষিপ্ত জীবনী জমা দিবেন।

লেখা জমা দিবেন-

“উমর ফারুক শাবুল” এই মেসেঞ্জার আইডিতে।

আহবানে:
উমর ফারুক শাবুল
সম্পাদক ও প্রকাশক
“সময়ের ধ্বনি” পত্রিকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com