দেশের যুবক তরুণ যারা
নেশার ঘোরে মাতাল তারা
মরণ নেশা খেয়ে,
নেতারা আজ সবই জানে
আইনকানুন নাহি মানে
অবাক থাকি চেয়ে।
স্বদেশ মাতার করুণ দশা
রক্ত খাচ্ছে বনের মশা
সবাই দিশেহারা,
পিতা মাতার বোল মানে না
ধর্মের তারা মান জানে না
অকালে যায় মারা।
পরকিয়া যাচ্ছে বেড়ে
পাপে আমল নিচ্ছে কেড়ে
বেঁহুশ হয়ে সবে,
মানুষের নাই মানবতা
দেখছি শুধু বর্বরতা
কবে মানুষ হবে?
প্রভুর দেওয়া বিধান ভুলে
শয়তান রইছে ধোঁকার মূলে
অন্ধকারে তরুণ,
সময় থাকতে ধরো তরী
আলো দিবে জীবন ভরি
নইলে জীবন করুণ।
শেরপুর বগুড়া।