সুখী সেইজন
মহিমান্বিত জীবন তার
প্রিয়ার নিঃসঙ্গতায় যে নির্বিকার!
কোন কথা কোন ছলে
উছলিয়া উঠেনা
সাধ ও যতন যার আপন নিঃশ্বাসে।
দিন, মাস, বছর যায় স্বাচ্ছন্দে
নিরবিচ্ছিন্ন সুখ দেহ মন প্রাণে
যেমন দিনের নিরবতায়।
তেমনি রাতের আঁধারে
কী অপূর্ব
কী মধুর বিনোদন
কী বিশাল নিষ্পাপতা।
কী গভীর ধ্যান
তরু তারে ছায়া দেয়
গাভী করায় পান।
নেই কোন উদ্বেগ
নেই উৎকণ্ঠা
কে তারে দিবে ত্রাণ।
কে দিবে শীতে তাপ
এক হয়ে মিশে সেথা
আনন্দ বেদনার গান।।
হবিগঞ্জ।