হাজার বছরের রোদ বৃষ্টি খরা
পারেনি রুখতে এ শেকড় লতা।
আজন্ম লালিত যুদ্ধাংদেহী মনোভাব
ধরে রেখেছে ঠাঁটবাট।
কবে কোন পাখির ঠোঁটে এসেছিলো
অযত্নে অবহেলায় বেড়ে উঠেছে,
হিসেবে রয়েছে গোলমাল অপার।
মানুষ সৃষ্টির সেরা জীব
যত্ন মায়া মমতায় পায় জীবনী শক্তি।
তেমনি অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা পরজীব।
নাম কী দিই তারে!
আছে যে শূন্যের মাঝে।
বাস্তবতা আর প্রকৃতি একই রূপে পাশাপাশি।
ঐতিহ্যকে ধারণ করে বছরের পর বছর
লালিত স্বপ্নে বর্ণিল আলোকসজ্জায় দিনানিপাত।
ডাকছে, চিৎকার করে বলছে
এসো হে মানবজাতি
দূর করে দিই ত্রুটি বিচ্যূতি।
সম্পদের পাহাড় গড়েও
তোমাদের আশা কেন গগনচুম্বী!
এত চাওয়া কেন? এত আগ্রাসী মনোভাব কেন?
দেখে যাও সামান্য জায়গা পেয়েও
কেমন সন্তুষ্টি অর্জনের তৃপ্তির প্রাপ্তিতা।
প্রকৃতির কোলে বেয়ে ওঠা দূর হোক তোমাদের সব দীনতা।