আঁধার ফুরিয়ে এল, পূব আকাশে আলো,
ঘুম ভাঙা পাখির ডাকে মনটা হলো ভালো।
শিশির ভেজা ঘাসগুলো, রোদ ঝলমল করে,
নতুন দিনের বার্তা নিয়ে, ভোর আসে ভরে।
মিনার থেকে ভেসে আসে, আজানের সুমিষ্ট সুর,
শান্ত সকাল ভরে ওঠে, মুছে যায় সব দূর।
কৃষক ভাই মাঠে নামে, নিয়ে তার লাঙল,
নতুন করে শুরু হয়, জীবনের কোলাহল।
খোদা তায়ালার নিয়ামত, চারিদিকে অফুরান,
এই সুন্দর সৃষ্টি দেখে, ভরে ওঠে সবার প্রাণ।
জকিগঞ্জ, সিলেট।