এসো বন্ধু আমার বাড়ি
ইট পাথরের শহর ছাড়ি।
বসবে গাছের শীতল ছায়ায়
থাকব সাথে মনের মায়ায়।
সুখে দুঃখের ছোট্ট বেলা
স্মৃতির পাতায় করবে খেলা।
গাঙের জলে নাইতে গেলে
গামছা নিও কাঁধে ফেলে।
ডুবসাঁতার করে গাঙ পারাপার
খেয়েছি বকা কত-না বাবার।
এসো বন্ধু জৈষ্ঠ্য মাসে
আম কাঁঠালের মধুর রসে।
খইমুড়ি আর দুধের সাথে
খেতে দেব শেষ পাতে।
দুপুর বেলায় মাদুর পেতে
জিড়িয়ে নিও চোখটি মুদে।
সন্ধ্যা রাতে ঘরের দাওয়ায়
চাঁদমামা যে জোৎসনা ছড়ায়।
মায়ের হাতের পাটিসাপটা
খেয়ে তৃপ্ত হবে মনটা।
নদীর স্রোতে ভাসাব নাও
পৌঁছে যাব বিজন গাঁও।
এভাবে দুজন কাটাব দিন
আনন্দে মন করব রঙিন।
করছি বন্ধু তোমায় নিমন্ত্রণ
বন্ধু তুমি-যে বড় প্রিয়জন।
খালিশপুর খুলনা।