ফাগুনের প্রথম হাওয়ায়
বসন্ত বাতাসে,
ধুলোমাখা পথের দুপাশ
অঙ্গে অঙ্গে হাসে।
বসন্ত বাতাস শিমুল পলাশ
একসাথেই রঙে,
জারুল তমাল গাছের শাখায়
একই রঙে ঢঙে।
ভালোবাসার হলুদ শাড়ী
হস্তশিকার গায়ে,
ফুলের হাসি মুখে মুখে
নূপুর পড়ে পায়ে।
আয়রে ফাগুন লাগলো আগুন
প্রেকিক যুগল মনে,
হাতে গোলাপ খোঁপায় পলাশ
সঙ্গী সাথি সনে।
ফাগুনের ধুলোমাখা পথে
হেঁটে হেঁটে সারা,
চোখ রাঙালো ফাগুন হাওয়া
যুগল পাগল পারা।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।