এ কেমন জীবন
দুঃখ যাতনার মাঝে কাটে সারাক্ষণ।
এ যেন কারাগারে বন্দী জীবন
চোখের জলে ভাসে দু’ নয়ন,
দুঃখের ব্যথায় কাঁদে শুধু মন
এ কেমন জীবন।
তবু রাখি এ জীবন কে সুখী
বুঝতে দিই না কাউকে,
আমি যে কতো দুঃখী।
সবাই ভাবে আমাকে সুখী
আসলে আমি নয় মোটেই সুখী,
আমি অধম চির দুঃখী
তাইতো মরি যন্ত্রণা নিয়ে ধুঁকি ধুঁকি।
কেনো এতো মিথ্যাচার
কেনো এতো দুঃখ আমার,
এ কেমন জীবন আমার।
মরিচিকার মতো আমার এ জীবন
কষ্ট আগলে রাখি সারাক্ষণ
এ কেমন জীবন।
বলতে পারে কেউ কী দুঃখ তোমার
এ কথা বলার সাধ্য নেই তো আমার
এ কেমন জীবন আমার।
গোলাপগঞ্জ, সিলেট।