চিরন্তন সত্যের টিকেট কেটে এসেছি ধরায়,
জানিনাতো যাবো কখন,দেহের ভীত নাড়ায়।
শ্বাস প্রশ্বাস যতক্ষণ এ সবুজ পৃথিবীতে,
বন্ধ হলে নিশ্বাস চলে যাবো পর জগতে।
জন্মিলে মরিতে হবে তবু চাহিদার অন্ত নেই,
বিবেক বুদ্ধি বিসর্জনে হারিয়ে ফেলছি খেই।
আশা আর ভালোবাসায় গর্ব করি অহংকার,
ধরার বুকে মগ্নতায় ভাবি,টাকাই মনের অলংকার।
পরপারে যেতে হবে মাথায় রেখে যদি চলতে পারি,
সৎ ও সততার গুণে চালালে মন ও দেহ গাড়ি।
মাটির দেহ মিশবে মাটিতে,আত্মার বসবাস হবে বেহেশত বাড়ি,
যদি মেনে চলতে পারি এ ধরায়,বিধাতার আদেশ জারি।
শুন্য আলয় পরে রবে আত্মার যখন হবে ছুটি,
শুধু দুনিয়া নিয়ে থাকলে ব্যাস্ত ধরবে চেপে টুটি।
পর জনমের সুখ শান্তির আশায় মগ্ন থাকি এবাদতে,
বিশ্বাস ভক্তি শ্রদ্ধা বিধাতার তরে,পার পাবো কেয়ামতে।
নবীজির শাফায়াত লাভের আশা বুকে,নবীজির সুন্নাত,
ফরজ পালনে পাবো মুক্তি,থাকবে সাথে বিধাতার রহমত।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০