তিনি ছিলেন বিশ্বনবী
হৃদয় ছিল বড় ,
সেই নেতার জীবন থেকে
নিজের জীবন গড় ।
সারা পৃথিবীর রহমত তিনি
আল্লাহর পাঠানো দূত,
বর্বর জাতি বদল করে
উল্টে দিলেন স্রোত।
প্রভুর দেওয়া কিতাব দিয়ে
গড়েন নতুন সমাজ,
কায়েম করেন সবার তরে
পাঁচ ওয়াক্ত নামাজ।
এত অত্যাচার সহ্য করেন
দিতে দ্বীনের দাওয়াত,
ক্বাবা থেকে সরিয়ে দিলেন
লাত মানাত ওজ্জাত।
মাতৃভূমি ছেড়ে গেলেন
মদিনা নগরীর পথে,
চোখের জল ফেলে কাঁদেন
পথে যেতে যেতে।
জন্মভূমির মায়ায় তিনি
তাকান পেছন ফেরে,
পাড়া পড়শি সাথীর কথা
বারে বারে মনে পড়ে।
কত লড়াই করলেন নেতা
কাফের সেনাদের সাথে,
যুদ্ধের দামামা উঠলো বেজে
দিনে কিংবা রাতে ।
যুদ্ধের ময়দানে সফল হলেন
শত্রু হলো কুপোতকাত,
সকল অবিচার রুখে দিলেন
ষড়যন্ত্র হলো নস্যাৎ।
কত কষ্ট করলেন নবীজি
দ্বীন কায়েমের তরে,
সাহাবীরা দিলেন জীবন
শহিদী রক্ত ঝরে ।
মক্বা বিজয়ের পরে তিনি
সবাইকে করেন মাফ,
অন্তরের কালিমা মুছে ফেলে
সবাই হলো পাক ছাফ।
দলে দলে আনলো ঈমান
অবিশ্বাসীর বড় দল,
খোদার বিধান কায়েম হলো
মুসলিমরা পেল বল ।
সেই বিশ্বনবীই রোল মডেল
প্রিয় নবী মোহাম্মদ(সা),
অনুসরন করে চলবো সদা
যিনি হলেন আহমদ ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০