আরব মরুর ধুলি মেখে ওই
জন্মিলো শিশু ধরণী 'পর,
জগতের জ্যোতি হার মেনে যায়
কোন্ অমরার পূর্ণিমায়।
জগত জানেনি তা'র স্রষ্টারে
সৃষ্টির মাঝে পেয়েছে আজ,
গুণগান শুধু গেয় গেলো তা'র
উদার চিতে'র দ্বীল দরাজ।
রাখাল জেনেছে তা'র সাথী শুধু
দুম্বা চরানো মরুর 'পর,
জানেনিকো তা'র হাতে বাঁকা ছড়ি
ইঙ্গিতে চালে এ সংসার।
কাফেরী প্রাণের চিরি' বাঁধন
দেখালো রাস্তা দ্বীন আল্লাহর,
আকাশের চাঁদ খন্ডিত হলো
তাওহীদি বাণী পবিত্রতার।
হেরেমের বাঁদী,গোলাম,নফর
শুনিলো গান ইসলামের,
পিঞ্জরে বাঁধা র'বেনাকো আর
আসিলো মুক্তি মজলুমের।
সাম্যের গান মুক্তির বাণী
শুনিলো বিশ্ব পাতিয়া কান,
আজিও আমরা ভুলিনাই তুমি
যায়েদ-রে দিলে পুত্রাসন।
সৃষ্টির সেরা স্রষ্টার প্রিয়
তুমি কান্ডারী মুসলিমের,
শাফায়াত দিয়ো রোজ কেয়ামতে
পাপীতাপী এই উম্মতের।
আজ তুমি নেই আছে তবু সেই
আল্ কোরআনের মহাবাণী,
এ পথে আমরা দ্বিধাহীন চিতে'
দিতে পারি জান কোরবানি।
কোরানের বাণী বুকে চেপে ধরি'
কসম করছি খোদ্ আল্লাহর,
একদিন ঠিকই বিশ্ব সভায়
উড়াবো নিশান দুর্নিবার।
মশিয়ালী, ফুলতলা,খুলনা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০