মোঃ আংগুর মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুজেল মিয়া (৩৫) নামের নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিকুল মিয়া (১৮) নামে আরেক শ্রমিক আহত হন।
রবিবার (২৪ আগষ্ট ২০২৫ইং) সকাল বেলা আনুমানিক ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের সবুজগঞ্জ বাজারে শরীফ উদ্দিন মিয়ার তিনতলা ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুজেল মিয়া প্বার্শবর্তী বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলীর ছেলে এবং আহত রহিকুল আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার ছেলে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০