নতুন গাযা
শাকেরা বেগম শিমু
চোখে হাজার স্বপ্ন নিয়ে
গেল যারা স্কুলে,
কে জানতো হায় ফিরবে না আর
তারা মায়ের কোলে।
মাইলস্টোনের ঐ ছাদে যখন
পড়লো উড়োজাহাজ,
এক পলকেই স্বপ্ন সবই
ধ্বংস হলো আজ।
কত কোমল জীবন গেলো
কতক হয় আহত,
আপনজনের আর্তনাদে
হৃদয় হলো ক্ষত।
এ কোন পাপের শাস্তি প্রভু,
কেমন ভয়াল সাজা,
বাংলাদেশটা আজকে যেন
আরেক নতুন গাযা!
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০