স্টাফ রিপোর্টার :
উলামা মাশায়েখ পরিষদের দায়িত্বশীল বৈঠক নোয়াগড় বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ আগষ্ট ২০২৫ ইং) তারিখে দাওয়াতি পক্ষ উপলক্ষে দায়িত্বশীলদের নিয়ে ফরম পূরণ, পরিকল্পনা ও রিপোর্টের উপর গুরুত্বারোপ করা হয়।
বক্তাগণ বলেন - যোগ্যতা, দক্ষতা, আনুগত্য ও নেতৃত্ব তৈরীতে প্রত্যক কর্মীকে অধ্যয়নের প্রতি গুরুত্ব দিতে হবে।
সদুপদেশ এবং হিকমতের সাথে দাওয়াতি কাজে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে সংগ্রাম চলবে প্রতিনিয়ত।
আল্লাহর হুকুম রাসুলের তরীকা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুস্মরণের মাধ্যমে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তনের মাধ্যমে ইহকালিন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে।
দায়িত্বশীল প্রোগ্রামে উপস্থিত ছিলেন জলসুখা ইউনিয়ন উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা উমর ফারুক শাবুল, সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান মিলাদ, মাওলানা মাসুদুল হাসান সহ অনান্য দায়িত্বশীল বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০