হাঁটতে গিয়ে থমকে দাঁড়াই একটু থেমে চলি
মাগো তুমি সুস্থ আছো কেমন করে বলি।
আগের মতোই ভাত বেড়ে কও আয়রে ছোটন কই
ভাত খাওয়াতে আমার সাথে করো তো হই চই।।
সাদুন তুবা তাজ তিশারা আসতো নিতে খোঁজ
আম পেয়ারা বরুই চুরি হারুর বাড়ি রোজ।
হারু কাকু আমার খোঁজে নালিশ দিতে ঘরে
মাগো আমার সেসব স্মৃতি আজও মনে পড়ে।।
রোজ ভিডিও কলে দেখে ইচ্ছে জাগে খুব
টিকিট কেটে চলেই আসি নিঝুম রাতে চুপ।
ভাল্লাগে না তোমায় ছাড়া ভিনদেশে রই আর
মনটা ব্যাকুল চঞ্চলা হয় বুক চিরে ছারখার ।।
পূবের মাঠে রোজ খেলি বল সন্ধ্যে হলে ফেরা
শৈশবে সেই টুকরো স্মৃতি স্বপ্ন ছেঁড়া ছেঁড়া ।
মুদি কাকুর দোকান থেকে যা লাগে সব নিও
চাল ডাল নুন হলুদ মরিচ তেলের সাথে ঘি ও।।
বিদেশ বসে খাচ্ছি হওয়া এসির হওয়ায় ফ্রেস
চলছি আমি এসি গাড়ি নেই কষ্টের লেশ।
তবু আমার কি যেনো নেই ? কি হারিয়ে আছি
পেতাম আমি সুখ মহাসুখ থাকলে কাছাকাছি ।।
এবার শীতে আসলে দেশে আর যাবো না ফিরে
তোমার ছোটন বেঁচেই আছে মায়ের স্বপ্ন ঘিরে ।
আমার গাঁয়ের বুকেই আমি ঘ্রাণ নিয়েছি মাটির
তোমায় নিয়ে থাকবো সুখে জীবন পরিপাটির।।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০