স্টাফ রিপোর্টার :
সরকারি নিয়মে বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
গত ১৩ আগষ্ট ২০২৫ইং বুধবার, জাতীয় প্রেসক্লাব ঢাকায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে পদযাত্রা ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত দাবির সার্বিক বিষয়ে অংশগ্রহণ করেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ হবিগঞ্জ এর সহকারী শিক্ষিকা এবং সময়ের ধ্বনি Shomoyerdhoni.com পত্রিকার সহযোগী সম্পাদক জিন্নুন নাহার খান নিপা সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
জানা যায়, আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া % অনুযায়ী প্রদানের দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। মেডিকেল ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০% থেকে ৭৫% করার ডিও লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০