মঙ্গলবার ০৫ আগষ্ট "গণঅভ্যুত্থান দিবস" উদযাপন উপলক্ষে সময়ের ধ্বনি Shomoyerdhoni.com পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট কবি ও গবেষক, বহুগ্রন্থ প্রনেতা আলহাজ্ব শায়খ তাজুল ইসলাম সাহেবের বিশেষ বিবৃতি দিয়েছেন। এই দিনে ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয় অনুষ্ঠিত হয়। এই বিজয় অর্জন করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন। যাঁরা আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০