প্রবাদ ছিলো মগের মুল্লুক
এখন দেখি মবের খেল,
টেকো মাথায় বেল পড়েনা
সবখানে বেশ চলছে তেল।
তেলবাজি আর চাঁদাবাজির
চলছে দেশে মহোৎসব,
কেউ মানেনা কারো কথা
স্বার্থ-নেশায় মত্ত সব।
শিক্ষা,স্বাস্থ্য সংস্কৃতি
আইন-বিচার ধ্বংস আজ,
আইটি এবং প্রতিরক্ষায়
দূর্নীতিরই চলছে রাজ।
সমাজ সেবা, পরিসংখ্যান
মৎস্য কিম্বা ব্যাংকিংয়ে,
বিআরডিবি,কৃষি, খাদ্য
দূর্ণীতি নেই কোনখানে?
দুদকেও সেই একই ধারা
শর্ষে মাঝে লুকায় ভুত,
বাবায় করে টেন্ডারবাজি
ম্যাগজিন হাতে দাঁড়ায় পুত।
পাথর মেরে মারছে মানুষ
বুটের তলায় মানবতা,
পিষ্ট হচ্ছে নেই প্রতিবাদ
অন্ধ বিচার, অসভ্যতা।
শ্লোগান গুলো অশ্লীলতার
ছাড়িয়ে গেছে শেষ সীমা,
শুনলে লাজে মুখ লুকিয়ে
কাঁদছে ঘরে কন্যা-মা।
প্রতিবাদী মরছে কেবল
দিব্যি আছে তেলবাজ,
চাকরি হারা লক্ষ তরুণ
পায়না খুঁজে একটু কাজ।
মববাজ আর চাঁদাবাজরা
দেশটা পুরো করছে গ্রাস,
হটাও এদের বাঁচাও এদেশ
নইলে হবে সর্বনাশ।
ফুলতলা,খুলনা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০