খোকার মনে ইচ্ছে জাগে ভালো মানুষ হবে
জগৎ জুড়ে সবাই মিলে খোকার কথা কবে।
গুরুজনের শুনবে কথা আদেশ করে যাহা
শপথ করে বলছে খোকা মানবে সবে তাহা।
মায়ের কাছে বলছে খোকা চাঁদের দেশে যাবো
অজানা সব নিজের চোখে দেখতে আমি পাবো।
থাকতো যদি পাখির মতো আমার তবে ডানা
আকাশ পানে যেতাম উড়ে করতো না রে মানা।
দেশের মাঝে সকল কালো সরিয়ে দেব দূরে
ধনী গরির এক কাতারে গাইবে গান সুরে।
অনাহারীর মুখে খাবার সবার আগে দিয়ে
তাদের দোয়া আনবো মাগো আমার সাথে নিয়ে।
কালো সাদার বিভেদ ভুলে সবার পাশে থাকি
হিংসা বড় মন্দ বটে আড়াল করে রাখি।
ইচ্ছে করে আমার আরো ভালো কর্ম করে
জীবনটাকে সহজ মতো নেবো না হয় গড়ে।
যুদ্ধ আজি চলছে যেথা সেথায় আমি যাবো
রক্ত পাত বন্ধ করে শান্তি মনে পাবো।
বলছে মায়ে আমার খোকা হবে সবার সেরা
বিবেক দিয়ে করে কর্ম রাখবে না তো জেরা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০